বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর জেলা শাখা কার্যালয অফিসটি দক্ষিণ কালীবাড়ি, কলেজ রোড, ঝিলটুলিতে অবস্থিত। এটি একটি নতুন ভবন । ১৯৮১ সাল হতে ফরিদপুর শহরে শিশু একাডেমীর কার্যক্রম চলিতেছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আবৃত্তি, চিত্রাংকন, সংগীত, নৃত্য ও কম্পিউটারপ্রশিক্ষণ কার্যক্রম চালূ আছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো শিশুদেরকে নিয়ে স্বতস্ফুর্তভাবে উদ্যাপন করা হয়। অত্র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।উল্লেখ্য ২০১৭ সাল হতে ১.৪৫ একর জায়গার মধ্যে ৫(পাঁচ) তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শিশুদের জন্য ৩৬০ আসন বিষশষ্ট একটি অডিটোরিয়াম আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস