সিটিজেন চার্টারঃ
বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর জেলা শাখায় শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে যাহা নিম্নরুপঃ
১। শিশুদের জন্যে ২ - ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন। এছাড়াও শিশুদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
২। সকল শ্রেণীর শিশুদের বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহে নির্ধারিত ফিপ্রদানের মাধ্যমে ভর্তির সুযোগ রয়েছে। দুঃস্থ শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ আছে।
৩। গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
৪। এছাড়াও বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ, বাংলা নববর্ষ, শিশুদের শিক্ষা সফর, শিশু আনন্দমেলা, ও রবীন্দ্র-নজরুল জয়ন্তীসহ আরোও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদ্যাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে সকল শ্রেণীর শিশুদের ব্যাপক অংশগ্রহণের সুযোগ রয়েছে।
৫। ৯২৪৪ টি গ্রন্থের বিশাল সংগ্রহের একটি গ্রন্থাগার আছে। যা সকল শিশুর জন্য উন্মুক্ত। শিশুরা সদস্য হয়ে এই গ্রন্থাগার থেকে নির্ধারিত সময়ের জন্য বই বাসায় নিয়ে পড়তে পারে।
৬। গ্রন্থাগার ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে।
৭। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত মাসিক ‘শিশু’পত্রিকার গ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে প্রায় ২০০ শিশু পত্রিকার গ্রাহক আছে।
৮। বাংলাদেশ শিশু একাডেমীর শিশুদের জন্য উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে ছোটদের বিজ্ঞান কোষ, শিশু বিশ্বকোষ, মনীষীদের জীবনী ও বিজ্ঞান গ্রন্থ।
৯। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হয়।
১০। বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত বিভিন্ন প্রকার আকর্ষণীয় বই স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগরয়েছে।
১১। বাংলাদেশ শিশু একাডেমী,ফরিদপুর জেলা শাখাকর্তৃক পরিচালিত ১টি শিশু বিকাশ ও ১টি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS